• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথের খাজাঞ্চি বাজারে সুফিয়া এন্টারপ্রাইজ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৫
বিশ্বনাথের খাজাঞ্চি বাজারে সুফিয়া এন্টারপ্রাইজ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

একুশেনিউজ ডেস্ক::
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি বাজারে সুফিয়া এন্টারপ্রাইজ থেকে দেশীয় অস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় দোকানের মালিক করিম আলী ও তার পুত্র দুলাল মিয়াকে আটক করা হয়। সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা। গণমাধ্যমকে তিনি বলেন, দীর্ঘদিন থেকে ওই দোকানে অবৈধ অস্ত্র ব্যবসা করছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পুলিশ দোকান তল্লাশী করে। এসময় মালামাল রাখা একটি ব্যাগ থেকে দেশীয় অস্ত্র একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় দোকান মালিক করিম আলী ও তার ছেলে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় করিম আলী ও তার ছেলে দুলাল মিয়াকে আসামী করে পুলিশ বাদী হয়ে বিশ^নাথ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২৫, (তাং- ২০/০৭/২০১৫ইং)।