একুশেনিউজ::
সিলেটে দক্ষিণ সুরমা উপজেলার ধরগাঁও গ্রামের যুবলীগ কর্মী মাসুক মিয়াকে গত বুধবার (৩ অক্টোবর) রাতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে হত্যা করা হয় কামাল বাজারস্হ মঈন উদ্দিন মার্কেটের সামনে। মাসুক মিয়াকে এলোপাতাড়ি ভাবে দা, চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। কয়েকজন পথচারী থাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।
সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে পুলিশ এসে কিছুটা উত্তেজনা নিয়ন্ত্রণ করে। আজ বিকালে নিহত মাসুক মিয়ার চাচাতো ভাই আওয়ামীলীগ নেতা হাবীবুর রহমান হাবীব বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় এজাহার ভুক্ত আসামী হলেন, শফিক মিয়া, রিপন আহমদ, মোহাম্মদ সুমন মিয়া, ফয়জুল ইসলাম, সাদিকুর রহমান বদরুল, শাহিন আহমদ, আজমল আলী, কনা মিয়া, মনির আহমদ, জাহেদ আহমদ, প্রমূখ।
হত্যার বিষয়ে নিহত মাসুক মিয়াকে যারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন কেবা কারা তাকে হত্যা করেছে তারা জানেনা। তারা নিহত মাসুক মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেখে হাসপাতালে নিয়ে গিয়েছিল। মামলার বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন মাসুক মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এখনও কোনো আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি, অতিসত্তর সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।