• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে গ্রেপ্তারকৃত ৫ ছাত্রদল নেতাকে রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৭
সিলেটে গ্রেপ্তারকৃত ৫ ছাত্রদল নেতাকে রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক::
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তারকৃত ৫ ছাত্রদলের নেতাকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন এ অভিযোগ করেছেন। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করতে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নানাভাবে নির্যাতন করছে। গত ৮ ফেব্রুয়ারি জিন্দাবাজারে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিল থেকে সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সিনিয়র সদস্য মাছরুর চৌধুরী তুহিন, যুগ্ম সম্পাদক নেছার আহমেদ ও এমসি কলেজ ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে তুলে পুলিশ রিমান্ডের আবেদন করে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে নিয়ে পুলিশ তাদের অমানবিক নির্যাতন করতেছে এবং গ্রেপ্তারকৃতদের কারও পরিবারের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না পুলিশ। এটা সরাসরি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

তিনি অবিলম্বে রিমান্ডের নামে ছাত্রদল নেতাদের উপর থেকে অমানবিক নির্যাতন বন্ধ ও নিরীহ ছাত্রনেতাদের গ্রেপ্তার না করার জোর দাবি জানান। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

উল্লেখ্য: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে হঠাৎ করে কোতোয়ালী থানা পুলিশ স্বশস্ত্র হামলা চালায়। হামলায় ছাত্রদলের অনেক নেতাকর্মী আহত হয়েছে। ঐ ঘটনা তারিখ ৮ ফেব্রæয়ারি ২০১৭ইং। রাতেই কোতোয়ালী থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে ১৪৩/১৪৭/১৪/১৪৯/১৮৬/৩০৭/৩২৬/৩৩২/ ৩৩৩/৩৫৩/৪২৭/৩৪ দন্ডবিধি ধারায় মামলা দায়ের করেছেন। যার নং- কোতোয়ালী জিআর ৩৩/২০১৭ইং। মামলা ছাত্রদলের ১১ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে, এছাড়াও আরও ৮/১০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।