• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীর হামলা: ৪ পুলিশ সদস্য আহত

admin
প্রকাশিত জুন ১২, ২০১৭
সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীর হামলা: ৪ পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার:  সিলেট নগরীর চৌহাট্রা পয়েন্টে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। গত ১১ জুন ২০১৭ইং তারিখে সকাল অনুমান ১০টায় নগরীর চৌহাট্রা পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, তৌকির আহমদ, হাবিলদার জামাল আহমদ খান, সাহিদুর রহমান ও রহমান সাইদ তরফদার।

এঘটনায় এসআই আব্দুল আলীম বাদি হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার নং-২২, তারিখ: ১১/০৬/২০১৭ ইং।

মামলার আসামীরা হলেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, আফছর খাঁন, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য রাজিব আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের রাজন, দক্ষিণ সুরমা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালেহ আহমদ, রিয়াজ উদ্দিন তালুকদার, ফাহাদ আহমদ, মাকুম রাজ্জাক রুমেল, সিলেট মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এস, মোঃ সায়েদুল আলম, শাহরিয়ার নাফি, মিজানুর রহমান সৈকত, বেলায়েত হোসেন বেলাল, নিজাম রাজ, আরিফ আহমদ, কামরুল ইসলাম, মোঃ ছুরাব মিয়া সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।

মামলা সুত্রে জানা যায়, আব্দুল আলীম, তৌকির আহমদ, হাবিলদার জামাল উদ্দিন খান, সাহিদুর রহমান, রহমান সাইদ তরফদার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে টহলরত সময়ে দেখিতে পায় নগরীর চৌহট্টা পয়েন্টে সরকার দলীয় আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের লোকজন বিভিন্ন দিক হইতে খন্ড খন্ড মিছিল নিয়ে আসিলে উক্ত পয়েন্টে থাকাকালীন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমর্থিত নেতাকর্মীরা উক্ত আওয়ামী লীগের মিছিলে বাঁধা দেয়। তখন বিএনপি, ছাত্রদলের দলের উশৃংখল নেতাকর্মীরা মিছিল করে গাড়ি ভাংচুর করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় আমার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিশৃংখলাকারীদের আটকের চেষ্টা করি। তখন মিছিলকারীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হইয়া চলিয়া যায়। পরবর্তীতে পুনরায় আসামীরা একত্রিত হইয়া রিক্সা, ফোরষ্টোক (সি.এন.জি) ইত্যাদি ভাঙচুর করিতে আরম্ভ করিলে আমি সঙ্গীয় ফোর্স সহ তাহাদেরকে বাধা প্রদান করিলে তাহারা উত্তেজিত হইয়া পুলিশ ফোর্সের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করিতে থাকে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ জানমাল রক্ষার্থে লাঠি চার্জ করিয়া তাহাদেরকে ছত্রভঙ্গ করিয়া দেয়। এসময় তাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়।

এবিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের মিছিল চলাকালে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমাদের ৪ পুলিশ সদস্য আহত হয়। এঘটনার থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।