ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজারে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একদল সন্ত্রাসী। হামলায় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত ব্যবসায়ী রহমত আলী (৬০) কে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ জনতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
১০ জুন শনিবার সন্ধ্যা ৭টার দিকে হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের অনুসারী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা যায়, মানিককোনা বাজারে রহমত আলীর মালিকাধীন ‘মৈসার্স শামীম ভ্যারাইটিজ ষ্টোর’ নামক একটি মুদি দোকান রয়েছে। পুত্র শামীম মিয়া ও তিনি ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। রহমত আলী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ (রব) এর রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত। তারপুত্র শামীম মিয়াও জাসদের রাজনীতি করেন। সেই সুবাধে তাদের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুর রহমানের রাজনৈতিক বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে ক্ষমতাসীন দলের দাপটে মুজিবুর রহমানের অনুসারী আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে মৈসার্স শামীম ভ্যারাইটিজ ষ্টোরে গিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে। তখন দোকানে রহমত আলী ও তার পুত্র শামীম মিয়া উপস্থিত ছিলেন। রহমত আলী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। পিতাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা শামীম মিয়াকে মারধর করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসলে সন্ত্রাসীরা চলে যায়। ব্যবসায়ীরা রহমত আলীকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ জনতা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে। পিতার মৃত্যুর ঘটনায় পুত্র শামীম মিয়া বাদী হয়ে পরদিন ১১জুন ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কিন্তু পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করেনি।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।