• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট:: সিলেটের এমসি কলেজে দলীয় কোন্দলের জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে মাছুম নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। নিহত মাছুম সিলেট সদর উপজেলার শাহপরাণ থানাধীন টুলটিকর গ্রামের হাজী সোনাফর আলীর ছেলে।

 

কলেজ সুত্রে জানা যায় যে, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট এমসি কলেজে জাকির ও বিল্লাল গ্রুপের সদস্যরা নিজেদের মতো আলাদাভাবে কর্মসূচী ঘোষনা করে। ১৪ আগষ্ট রাতে জাকির গ্রুপের সদস্যরা বিল্লাল গ্রুপের প্যান্ডেল ভেঙ্গে দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তখন উভয় পক্ষের বিদ্যমান সমস্যা কলেজ কর্তৃপক্ষ সমাধান করে দেন।

সেই জেরে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ১৩ সেপ্টেম্বর বিল্লাল গ্রুপের সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে জাকির গ্রুপের কর্মী মাছুমকে বেধড়ক পিঠিয়ে রক্তাক্ত জখম করে। মাছুমের অবস্থা আশঙ্কাজনক হলে ঘটনাস্থলেই মাছুম মৃত্যুবরণ করে।

 

উভয় পক্ষের সংঘর্ষে শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। কোতোয়ালী থানায় মামলা নং ৪৭২ (০৯)২০১৭,তারিখ: ১৩/০৯/২০১৭ইং।

মামলার আসামীরা হলেন, বিল্লাল, মো: রুমেল মিয়া, ফয়ছল, রহিম মিয়া, প্রিন্স আব্দুল জলিল, শফিকুর রহমান, রুহেল আহমদ, মো: কাওছার আহমদ, মো: আলমগীর, মুবাশ্বির আলী, মো: আঙ্গুর আলী, এমরান, জালাল, তরিকুল ইসলাম, ফয়ছল। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ৫০/৬০জনকে আসামী করা হয়।

 

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি জানান, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।