• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামায়াত ইসলামী নেতাকর্মী কর্তৃক উমর আহমদ মিয়াদ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৭
জামায়াত ইসলামী নেতাকর্মী কর্তৃক উমর আহমদ মিয়াদ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

স্টাফ রির্পোটার : জামায়াতে ইসলামী নেতাকর্মীদের কর্তৃক লিডিং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র উমর আহমদ মিয়াদ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত (১৭ অক্টোবর ২০১৭ সালে) প্রতিবাদ মিছিলটি নগরী টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা সউদ আহমদ জোহান। ছাত্রনেতা আব্দুল করিম জোনাকের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর ছাত্রদল নেতা জাহেদ আহমদ, আব্দুল খালিক, মতিউর রহমান, সুমন আহমদ, তোফাজ্জুল করিম, শাকের মিয়া, আব্দুল আহাদ, তছির আলী, অলি চৌধুরী, রনি পাল, কয়েছ আহমদ, জেলা ছাত্রদল নেতা মাশরুর রাসেল, আশরাফ উদ্দিন রুবেল, কামরান আহমদ, নজরুল ইসলাম, পল্লব দাস, এমসি কলেজ ছাত্রদল নেতা বদরুল আজাদ রানা, দেলোয়ার হোসেন, সুদীপ চন্দ্র, আব্দুল মোতাকাব্বির সাকি, মুনিম লস্কর, রুবেল ইসলাম, সিলেট সরকারী কলেজ ছাত্রদল নেতা সুজন মিয়া, কবির উদ্দিন, নোমান আহমদ, বশির আলী, ছাব্বির আহমদ, নেছার আহমদ, ফরহাদ আহমদ, কামরুজ্জামান কামরুল, জাকারিয়া সহ অসংখ্য ছাত্রদল নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ অক্টোবর জামায়াত ইসলামী নেতাকর্মীরা পরিকল্পিতভাবে লিডিং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র উমর আহমদ মিয়াদ হত্যা করেছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের বিচারের আওতায় এনে ফাঁসির জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, মৌলবাদী, উগ্রবাদী জামায়াতের নেতাকর্মীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রæত ফাঁসি দিয়ে এ রায় কার্যকর করতে হবে তা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। উমর আহমদ মিয়াদ হত্যায় জড়িত সকল আসামীদের ফাঁসি দিতে আইনের প্রতি জোর দাবি করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট জামায়াত ইসলামীর নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ও নৃশংসভাবে লিডিং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র উমর আহমদ মিয়াদকে হত্যা করেছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।