• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

আকরামুল হাসান মিন্টুর মুক্তির দাবিতে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৭
আকরামুল হাসান মিন্টুর মুক্তির দাবিতে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ

একুশেনিউজ ডেস্ক::
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তির দাবিতে সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

আজ শুক্রবার ১৭ নভেম্বর বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছায়েদ আহমদ সুজনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টনের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি চৌধুরী মো. সুহেল, সহ সভাপতি মিফতাউল কবীর মিফতা, তছির আলী, রুজেল আহমদ, জয় দেব চক্রবর্তী জয়ন্ত, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, সাজু আহমদ, সুচীত্র চৌধুরী বাবলু, এখলাছুর রহমান মুন্না, নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সুহেল ইবনে রাজা, আনোয়ার হোসেন রাজু, ফজলে রাব্বী আহসান, আব্দুস সালাম টিপু, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, সমাজসেবা সম্পাদক জাহেদ আহমদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মুমিতুজ্জামান সুজন, এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা, সদস্য সচিব দেলওয়ার হোসেন, ২১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সেলিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, ২২নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক এমদাদ হোসেন রনি, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফরহাদ আহমদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত অপু প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, সরকার ক্ষমতা দখল করতে বিএনপি, ছাত্রদল নেতাকর্মীদের উপর নির্যাতনের ষ্টিম রোলার চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে একের পর এক নেতাকর্মীকে জেলে প্রেরণ করছে। গনতন্ত্রকে হত্যা করে সরকার ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। যা কোন দিন সম্ভব নয়। অবিলম্বে তিনি গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তি দাবি করেন।