ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি::
সিলেটের ফেঞ্চুগঞ্জের আনারকলি স্টোর নামক দোকান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এসময় দোকানের মালিকসহ দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দোকানের মালিক আতাউর রহমান ও তার পুত্র আব্দুল আজিজ ।
তারা ফেঞ্চুগঞ্জের উপজেলা রোড এলাকার হাজী আব্দুস সাত্তার হাউজের বাসিন্দা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজন সহ তাদের অপর ছেলে আকবর আলীকে আসামী করে ফেঞ্চুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আনারকলি স্টোরে দীর্ঘদিন থেকে ইয়াবা সহ নানা ধরণের মাদক বিক্রি হচ্ছে পুলিশ এ খবর পায়। খবর পেয়ে পুলিশ ওই দোকানে অভিযান চালায়। অভিযানে মাদক উদ্ধার করে ও মাদক বিক্রির সাথে সংশ্লিষ্টতা পাওয়া দুজনকে আটক করে পুলিশ।
তবে দোকানের কর্মচারী মান্না বলেন, পুলিশী অভিযানের ঘন্টা দুয়েক আগে শিপু চৌধুরী নামে এক লোক দোকানের মধ্যে একটি জিনিসপত্রের ব্যাগ রেখে যায়। পুলিশ এসে ঐ ব্যাগেই মাদকদ্রব্য পায়। তিনি বলেন, এটা শিপু চৌধুরীর চক্রান্ত।
জানা যায়, ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের উত্তরের অংশে রয়েছে আতাউর রহমানের বাসা। তাদের বাসার বাগান বাড়ির জায়গা জোরপূর্বক দখল করে বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের মালিক শিপু আহমদ চৌধুরী কলেজের সীমানার মধ্যে ঢুকানোর অপচেষ্টা করছেন। শিপু চৌধুরী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও পুলিশ মামলা নেয়নি। এ বিরোধের জের ধরে শিপু চৌধুরী ষড়যন্ত্র করে আতাউর রহমানের দোকানে মাদকদ্রব্য রেখে ফাঁসিয়েছে এমনটাই দাবি করছেন স্থানীয়রা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302