বিশেষ প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ : বর্তমান ক্ষমতাসীন সরকার এবং তার নেতাকর্মীদের অন্যায় অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে নিখোঁজের শিকার হয়েছেন ছাতক উপজেলার মঈনপুর গ্রামের জহির উদ্দীন নামের এক মানবাধিকার কর্মী। নিখোঁজ জহির উদ্দীন গত ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে স্থানীয় বাজারে শপিং করতে গিয়ে আর ফিরে আসেন নি। সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, রাত আনুমানিক ৯ টার দিকে ৪/৫ জন মুখোশধারী একটা প্রাইভেট কার থামিয়ে জোরপূর্বক তাকে গাড়িতে উঠিয়ে পালিয়ে যায়। তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার এ খবর তিনি সাথে সাথে জহিরের পরিবারের কাছে পৌছান।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে প্রতাপশালী আওয়ামীলীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জের ধরে জহিরের প্রাননাশের অব্যাহত হুমকি পাচ্ছিল পরিবার। সন্ত্রাসীরা যেকোনো মূল্যে এমপি মানিকের বিরুদ্ধে বক্তব্য দেয়ার কারনে বড় ধরনের ক্ষতির প্রকাশ্য হুমকি দিচ্ছিল জহির উদ্দীনের পরিবারকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশের কাছে জহিরের সন্ধানের জন্য বারবার গিয়েও তারা কোন সহায়তা পাচ্ছেন না এবং পুলিশ প্রতাপশালী অভিযুক্ত সন্ত্রাসীদের ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করছে।
জহির উদ্দীনের মত একজন বিশিষ্ট মানবাধিকার কর্মীর নিখোঁজের ঘটনায় গোটা এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।