• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ: আহত ১০

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০১৮

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত ১১ জানুয়ারী ২০১৮ইং তারিখে ছাতকের জাউয়াবাজারে এঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০/১৫ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কৈতক হাসপাতালে ও গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন, ছাতক উপজেলা বিএনপি নেতা রাজন আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা কামাল উদ্দিন, যুবদল নেতা জুয়েল আহমদ, মামুন খান, জাউয়াবাজার ইউনিয়ন কৃষক দল নেতা আবদুস সামাদ তুহেল, নুরে আলম, মকসুদ আহমদ। এঘটনায় ছাতক থানার এসআই আব্দুর রহিম বিএনপির ২০ নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ: ১০/১১/২০২১৮ ইং

মামলার আসামীরা হলেন-ছাতক উপজেলা বিএনপি নেতা রাজন আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা কামাল উদ্দিন, যুবদল নেতা মামুন খান, কাজী সিরাজ, যুবদল নেতা জুয়েল আহমদ, ছাত্রদল নেতা আবুল বাশার, কৃষক দল নেতা আবদুস সামাদ তুহেল, নুরে আলম, লোকমান, আলী হোসেন বাচ্চু, আজিজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আফছর খান, নাহিদুল ইসলাম নাহিদ, আসাদুজ্জামান বাবলু, ইফতেখার আহমদ, আব্দুল জলিল, রুমেল, মকসুদ আহমদ, বশির মিয়া সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন।

ছাতক থানার অফিসার ইনচার্জ তানভীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাউয়াবাজারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের হামলার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিএনপির নেতাকর্মীরা আমাদের পুলিশ সদস্য কয়েকজনকে ঈট পাটকেল নিক্ষেপ করে আহত করেছে। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।