• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিলেট আগমনকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০১৮
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিলেট আগমনকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

ডেস্ক রিপোর্ট::
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিলেট আগমনকে অভিনন্দন জানিয়ে সিলেটে ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল বের করা হয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলোর প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচনের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নার পরিচালনায় মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুচীত্র চৌধুরী বাবলু, আজিজুর রহমান আজিজ, হৃদয় খান, সহ সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, মাসরুর রাসেল, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য শেখ মোঃ মাহফুজুল ইসলাম মুন্না, আব্দুস সালাম, সুমন আহমদ, হাবিব আহমদ, শামীম আহমদ, তোফায়েল আহমদ, আরিফুজ্জামান খান রিপন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক আব্দুল মুকিত তুহিন, এমসি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, মাহবুব আহমদ, আমিনুল ইসলাম, টুটুল আহমদ প্রমুখ।