• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত এক, মামলা দায়ের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৮
বিশ্বনাথে জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত এক, মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটে কামাল বাজারের পাশে ২০শতাংশ জায়গা দখল নিয়ে যুবদল নেতা মোঃ ফারুক আহমদ এর সাথে আওয়ামী যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

শনিবার দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় যুবলীগ কর্মীরা জায়গা দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে মনা মিয়ার ছেলে কটাই মিয়া গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে নিহত হয়।

নিহতের পিতা মনা মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামী হলে- শিপন মিয়া, মোঃ ফারুক আহমদ, আব্দুল শহীদ, আব্দুল আলী, মোঃ বিলাল আহমদ, জাকারিয়া, মোঃ দুলাল আহমদ কে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার বিষয়ে নিহত কটাই মিয়ার পিতা মনা মিয়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি আমার ছেলে হত্যার বিচার চাই কারণ ফারুক আহমদ সহ তার সহকর্মীরা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।

মামলার বিষয়ে মোঃ ফারুক আহমদ এর পিতার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই মামলা সম্পূর্ণ পরিকল্পিত। ষড়যন্ত্র করে আমার দুই ছেলেকে জড়ানো হয়েছে, কারণ যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে কটাই মিয়া। এটি সম্পূর্ণ আওয়ামীলীগ নেতা হীরা মিয়ার ষড়যন্ত্র।

উল্লেখ্য যুবদল নেতা মোঃ ফারুক আহাদ এর মালিকানাধীন জায়গা দখল করতে আসে যুবলীগ নেতা কর্মীরা এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে বন্দুকের গুলিতে নির্মম ভাবে নিহত হয় কটাই মিয়া।