বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গত ০৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে বিক্ষোভ মিছিল করেছে বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। ৯ ফেব্রুয়ারি বিকালে বিক্ষোভ মিছিলটি শুরু করে বালাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ জন নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ৩ জনকে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
হামলায় গুরুতর আহতরা হলেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ আব্দুল মুহিত আলী মেরাজ, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আব্দুল্লাহ আলী রাজ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা মুনিম আহমদ, যুবদল নেতা আক্তার হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন, শাহিন আহমদ।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপি ও ছাত্রদলের ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব বলেন, আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর মারপিট শুরু করে এতে ৭ জন নেতাকর্মী আহত হয়। আমি এ ঘটনার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তিনি জানান, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খরর পেয়েছি। তিনি বলেন আমাদের কিছুই করার নেই। তদন্ত করে মূল ঘটনা উদঘাটন করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302