নিজস্ব প্রতিবেদক::
সিলেট বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আফরোজ মিয়া গত বৃহস্পতিবার সিলেট মধুবন মার্কেট ব্যবসা প্রতিষ্টান থেকে বাড়ি ফেরার সময় তিনি নিখোঁজ হন। এখন পর্যন্ত তাহার কোনো সন্ধান পওয়া যায়নি এমনকি তাহার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ দেখাচ্ছে। আফরোজ মিয়া নিখোঁজের ঘটনায় ব্যবসায়ী ও জনমনে একটি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সবার একটি প্রশ্ন কোথায় আছেন আফরোজা মিয়া কে তাকে গুম করেছে।
তিনি একজন প্রতিষ্টিত ব্যবসায়ী, তিনি মাছুম বস্ত্রবিতান, মাছুম স্নেক্সবার এবং শাহজালাল এন্টারপ্রাইজ এর সত্ত¡াধিকারী। আফরোজ মিয়া নিখোঁজের বিষয়ে তাহার স্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার স্বামীর কোনো সন্ধান আমি পাচ্ছিনা। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় আমার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হয় তিনি ফোনে বলছিলেন একটু পরে দোকান বন্ধ করে বাড়ি ফিরবেন কিন্তু তিনি আর বাড়ি ফিরেননি। আমরা থাকে অনেক খোঁজাখোঁজি করে পাইনি।
তিনি আরো বলেন আমার স্বামীকে খুঁজে পেতে থানায় গিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ আমাদেরকে কোনো আইনি সহযোগিতা করেনি বরং নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিয়েছে। আমি ও আমার ছেলে মাছুম আহমদ বড় আতংকের মধ্যে আছি কারন আমার স্বামীর ভাই আওয়ামীলীগ নেতা রইছ আলী ও আওয়ামীলীগ সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তাদের কথাবার্তায় ও আচরণেই বলে দিচ্ছে আমার স্বামীকে তারা গুম করে রেখেছে কারন রইছ আলী আমাদের সকল সম্পত্তি আত্মসাত করতে চায়।
অন্যদিকে আফরোজা মিয়া গুমের বিষয়ে বিশ্বনাথ থানার ওসি আক্তার আহমদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন শুনেছি তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না আমরা নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখতেছি। আফরোজ মিয়া গুমের বিষয়ে তাহার স্ত্রীর দাবী রইছ আলী ও আওয়মীলীগ সন্ত্রাসীরা তার স্বামীকে গুম করছে এবং তিনি আরো বলেন তাহার স্বামীকে খোঁজে পেতে পুলিশ কোনোভাবে সাহায্য সহযোগীতা করতে এগিয়ে আসেনি।