• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরুধ নিয়ে মারামারি: নিহত ২

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন খাটকাই গ্রামে জায়গা-জমি ভাগ ভাটোরা সংক্রান্ত বিরুধের ফলে দুইজন খুন হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি গত সোমবার (২৩ এপ্রিল) বিকাল আনুমানিক ৫:৪৫ ঘটিকার দিকে খাটকাই গ্রামে ঘটে।

খবর নিয়ে জানা যায়, খাটখাই গ্রামের মোঃ আব্দুর রাকিব দুইটি বিয়ে করেন। তিনি মারা যাওয়ার পর তার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরুধ সৃষ্টি হয়। ঘটনার তারিখ ও সময়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক চালিশ বৈঠকের চলছিল। বৈঠক চলাকালীন অবস্থায় উভয়পক্ষ উত্তেজিত হয়ে মারামারিতে লিপ্ত হন। এতে বেশ কয়েকজন আহত হইলেও দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। মোঃ আব্দুর রাকিবের প্রথম স্ত্রীর ছেলে আব্দুর রহমান গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হইলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। ওপর আহত ব্যক্তি যুবায়ের আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানায় পৃথক দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মোঃ আব্দুর রাকিবের প্রথম স্ত্রীর ছেলে ওয়াহিদুর রহমান বাদী হয়ে ও নিহত জুবায়ের আহমেদের পিতা আলী আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন – মোঃ আব্দুর রাকিবের দ্বিতীয় স্ত্রীর ছেলে জিল্লুর রহমান, সাইফুর রহমান এবং তাদের মামা মনাই মিয়া ও সহযোগী বদরুল ইসলাম, খয়রুল ইসলাম, মাকসুদুল, আব্দুল্লাহ, ছাদ উদ্দিন ও নজরুল মিয়া সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি একটি আলোচিত হত্যা কান্ড। ঘটনার বিষয়ে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এমনকি তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।