• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

হিন্দু সংগঠক নেতা অর্জুনের বাড়িতে অভিযান: অস্ত্র ও মাদক উদ্ধার

admin
প্রকাশিত মে ৭, ২০১৮
হিন্দু সংগঠক নেতা অর্জুনের বাড়িতে অভিযান: অস্ত্র ও মাদক উদ্ধার

ডেস্ক রিপোর্ট::
বড়লেখায় হিন্দু সংগঠক নেতা অর্জুন চন্দ্র নাথের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তুল, গুলি, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ মে) বিকাল ৪টায় অভিযান চালায় বড়লেখা থানা পুলিশ। অভিযানকালে বাড়িতে অর্র্জুন চন্দ্র নাথকে পাওয়া যায়নি। তবে তার কাকাতো ভাই শাওন চন্দ্র নাথকে ঘটনাস্থলে পেয়ে আটক করে নিয়ে আসে পুলিশ। অর্জুন চন্দ্র নাথ বড়লেখা হাটবন্দ গ্রামের গপেন্দ্র চন্দ্র নাথের পুত্র।

অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি মতিউর রহমান। তিনি জানান, হিন্দু সংগঠক নেতা অর্জুনের বাড়িতে অস্ত্র ও মাদক রয়েছে এই খবর পুলিশকে দেন সুমন আহমদ। খবর পেয়ে সুমন আহমদকে সাথে নিয়ে অর্জুনের বাড়িতে এস.আই মো. আবুল কালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, গুলি, ১০০ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শাওন চন্দ্র নাথ ও পলাতক অর্জুন চন্দ্র নাথের বিরুদ্ধে বড়লেখা থানায় এস.আই মো. আবুল কালাম বাদী হয়ে মাদক দ্রব্য ও ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। থানায় মামলা নং- ০৫ (তাং- ০৭.০৫.২০১৮ইং)।