• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

চৌকিদার আব্দুর রহিমের লাশ উদ্ধার:মামলা দায়ের

admin
প্রকাশিত জুন ৪, ২০১৮
চৌকিদার আব্দুর রহিমের লাশ উদ্ধার:মামলা দায়ের

একুশেনিউজ ডেস্ক::
সিলেটের বিশ্বনাথ উপজেলার মুন্সির বাজারের চৌকিদার আব্দুর রহিমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার বিশ্বনাথ থানা পুলিশ আব্দুর রহিমের লাশ উদ্ধার করে।

বিশ^নাথ থানার ওসি লোকমান হোসেন জানান, চৌকিদার আব্দুর রহিমের লাশ মুন্সির বাজারস্হ শাহজালাল মার্কেটের পিছন থেকে উদ্ধার করা হয়েছে। আব্দুর রহিমের শরীলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথার পেছনে, ঘাড়ে, পিঠে, পেটে, বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং বুকের ডান পাশে নিচে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, অতিরিক্ত আঘাত ও রক্তক্ষরণেই আব্দুর রহিমের মৃত্যু হয়েছে- এমনটাই ধারণা করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রহিমের পুত্র রাসেল আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিশ্বনাথ থানার মামলা নং ২৫(তারিখ ০৩-০৬-২০১৮)।মামলার আসামীরা হলেন, পালগাও গ্রামের ছালিক মিয়া, আজমান আলী, মো:সুমন আহমদ সিঙ্গেরকাছ গ্রামের জুনেদ আহমদ, কামাল হোসেন, শরীফ আহমদ, ছালাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকতা বলেন চৌকিদার আব্দুর রহিম হত্যাকাণ্ডে জরিতদের গ্রেফতারে পুলিশের একাধিক টীম কাজ করছে।দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।