গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার মসজিদের জায়গার মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই খুনের মামলার আসামী আলীম উদ্দিনকে পুলিশ তুলে নিয়ে গেছে।
গত ১৮ জুন কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়নের সুন্দাউড়া গ্রামে আলীম উদ্দিনের চাচাতো বোনের বাসা থেকে তাকে পুলিশ তুলে নিয়ে যায়। মামলায় আসামী হওয়ার পর তিনি ওই বাসায় আত্মগোপনে ছিলেন।
তবে- পুলিশ জানায়, পুলিশের কোন টিম আলীম উদ্দিন গ্রেপ্তার করতে অভিযান চালায়নি। এমনকি পুলিশের কোন টিমই তাকে তুলে নিয়ে যায় নি।
পুলিশের এমন বক্তব্যে পর জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আলীম উদ্দিনের পরিবার জানায়- পুলিশ সেজে হত্যা মামলার বাদী আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহানের ক্যাডাররা তাকে তুলে নিয়ে গেছে। তাকে গুম বা হত্যা করতেই আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে রাতের আধারে নিয়ে গেছে।
এর আগে গত ১৮ এপ্রিল ওই দুই মামলার ৪ নম্বর আসামী আমীর আলীকে এভাবে রাতের আধারে তুলে নিয়ে যায় পুলিশ। পরে পাশর্^বর্তী একটি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য: গত ২৪ মার্চ সকাল ৮টায় সালুটিকর বাজার মসজিদের জায়গার মালিকানা নিয়ে মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আব্দুল জলিলের ছেলে আলি আহমদ ওরফে মনাই মিয়া (২৬) ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন। গোয়াইনঘাট থানার জি/আর মামলা নং- ৬৩/২০১৮।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302