• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

এমসি কলেজ ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা শাহরিয়ার নিহত, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৮
এমসি কলেজ ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা শাহরিয়ার নিহত, থানায় মামলা দায়ের

এমসি কলেজ প্রতিনিধি::
সিলেট এমসি কলেজে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার দুপুর আনুমানিক ২টায় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের একটি কর্মীসভাকে কেন্দ্র করে এই সূত্রপাত হয়। সংঘর্ষে উভয়পক্ষ দেশিও অস্ত্র শস্ত্র নিয়ে দাওয়া পাল্টা হয় এতে অনেক জন আহত হন ও ছাত্রলীগ কর্মী শাহরিয়ার নিহত হন।

সংঘর্ষে নিহতের ঘটনায় কলেজ ছাত্রলীগ নেতা মামুন আহমদ এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এই হামলা পরিকল্পিত, হামলাকারীরা কলেজ ছাত্রলীগের কেউ নয় এরা সবাই বহিরাগত ও কলেজ ক্যাম্পাসের চিহ্নিত সন্ত্রাসী। আজ নিহত শাহরিয়ারের পিতা বাদী হয়ে শাহ পরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় আসামীরা হলেন, মোঃ ইসলাম উদ্দিন, ফয়জুল ইসলাম, সাদিকুর রহমান বদরুল, মাছুম আহমদ, আদিল চৌধুরী, জাকারিয়া খান, জামাল আহমদ, কামাল হোসেন, কামরুল হুদা, জুনেদ আহমদ সহ মোট দশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিষয়ে শাহপরান থানার ওসির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন থানায় মামলা হয়েছে সকল আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।