• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৮
বিশ্বনাথে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

ডেস্ক রিপোর্ট:: ১৫ই আগষ্টে জাতীয় শোক দিবস ও বেগম জিয়ার জন্মবার্ষিকী পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী মুজিব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগ নেতা হেলাল মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানায় মামলা নং- ৩৫, (তারিখ- ১৬-০৮-২০১৮ইং)।

মামলার নামীয় আসামীরা হলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতা শাহ আমির, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন মিয়া, বিএনপি নেতা বেলায়েত হোসেন মোহন, ছাত্রদল নেতা তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, লিলু মিয়া, হুসাইন আহমেদ প্রবেল, বশির মিয়া, খালেদ আহমদ। এছাড়াও আরো ৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

জানা যায়, ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশ্বনাথ বাজারের পয়েন্টে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি নেয়। একই সময়ে ওই জায়গায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করা হয়। একই স্থানে একই সময়ে পৃথক অনুষ্ঠান হওয়ায় নেতাকর্মীদের বক্তব্য নিয়ে বাকবিতন্ডা দেখা দেয়। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে মুজিব নামে এক পথচারী মারাত্মক আহত হন। আহত মুজিবকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে মুজিবকে ছাত্রলীগ তাদের কর্মী বলে দাবি করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্বনাথ থানা পুলিশের একাধিক টিম কাজ করে। পুলিশ লাটিচার্জ, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শিপলু চৌধুরী জানান, ময়নাতদন্ত শেষে মুজিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাত্রলীগ কর্মী মুজিব হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।