• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০/২৫ জন

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৮
এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০/২৫ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারী এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রæপের সংঘর্ষে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ২০/২৫ জন। রবিবার (১৪ অক্টোবর ২০১৮) তারিখে সকাল ১০টায় এমসি কলেজ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো: হুসাইন আহমদ চৌধুরী (২৭), মো: রব নেওয়াজ রানা (২৬), মোহাম্মদ মাহমুদুল হাসান (২৫), মো: লুৎফুর রহমান তাফাদার (২২), তানভীর আহমদ (২৪), সৈয়দ আকমল আলী (২১), বাবুল মিয়া (২৩), সাঈদ আহমদ সুহেল (২৪), মোহাম্মদ আলী (২৫), জমসেদ মিয়া (২৬), আব্দুর রহমান (২৪), ফারুক উদ্দিন জায়গীরদার (২৭) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন।

এঘটনায় শাহপরাণ (র.) থানা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২০, তারিখ ১৪/১০/২০১৮ ইংরেজি। মামলার আসামীরা হলেন, মো: হুসাইন আহমদ চৌধুরী (২৭), মো: রব নেওয়াজ রানা (২৬), মোহাম্মদ মাহমুদুল হাসান (২৫), মো: লুৎফুর রহমান তাফাদার (২২), তানভীর আহমদ (২৪), সৈয়দ আকমল আলী (২১), বাবুল মিয়া (২৩), সাঈদ আহমদ সুহেল (২৪), মোহাম্মদ আলী (২৫), জমসেদ মিয়া (২৬), আব্দুর রহমান (২৪), ফারুক উদ্দিন জায়গীরদার (২৭) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন।

এবিষয়ে জানতে শাহপরাণ (র.) থানার এসআই ইমতিয়াজ আহমদ বলেন, আমরা ঘটনার খরব পেয়ে পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে দ্রুত অভিযান চলছে।