ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি, হেয়প্রতিপন্ন, অসত্য, মিথ্যা ও বানোয়াট অশালীন কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করায় এমসি কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ মুকিত উদ্দিন পরশের বাসায় পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে তল্লাসীর নামে আসভাবপত্র ভাঙচুর করেছে।
(২৭ অক্টোবর ২০১৮) রাত ১০টায় সিলেটের নগরীর শাহজালাল উপশহরের বøক বি ৩৪নং বাসায় এ ঘটনা ঘটে। সৈয়দ মুকিত উদ্দিন পরশ সিলেট নগরীর শাহজালাল উপশহরের সৈয়দ মহি উদ্দিনের ছেলে।
ছাত্রদল নেতা সৈয়দ মুকিত উদ্দিন পরশের পরিবার অভিযোগ করে বলেন, গতকাল রাত ১০টায় শাহপরাণ (রহ.) থানার পুলিশ ও ছাত্রলীগের একদল সন্ত্রাসীরা আমাদের বাসার সামনে অবস্থান নেয় এবং আমাদের বসত ঘরে ব্যাপক তল্লাশী চালায় ও আসভাবপত্র ভাংচুর করে। আমাদেরকে হুমকি দামকি দিয়ে পুলিশ বলে সৈয়দ মুকিত উদ্দিন পরশ একজন ওয়ারেন্টভুক্ত আসামী। সে যেদিন বাংলাদেশে আসবে তাকে ক্রসফায়ার করা হবে। এই ঘটনায় আমাদের পরিবার চরম আতংকের মধ্যে রয়েছে।
ছাত্রদল নেতা সৈয়দ মুকিত উদ্দিন পরশের পিতা সৈয়দ মহি উদ্দিন অভিযোগ করে বলেন, আমার ছেলে সিলেট এমসি কলেজ ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিল। রাজনৈতিক মতপার্থক্যের কারণে পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ সন্ত্রাসীরা আমার বাসায় তল্লাসীর নামে ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে এবং আমাকে হুমকি দিয়ে যায় যে, তর ছেলে শাহপরাণ (রহ.) থানায় তথ্য প্রযুক্তি আইনের ওয়ারেন্টভুক্ত আসামী। দেশে আসলে তাকে ক্রসফায়ার করা হবে। এঘটনায় তিনি আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।