বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘঠেছে। গত ২০ নভেম্বর ২০১৮ ইং তারিখে বিশ্বনাথ বাজারে বিএনপির মিছিল বের হলে সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কিছু নেতাকর্মী ও পুলিশ আহত হয়।
বিএনপির নেতাদের সাথে কথা বলে জানা যায়, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের হামলা ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ কোনো ধরনের উসকানি ছাড়াই হামলা ও লাটিচার্জ করেছে। এতে আমাদের অনেক নেতাকর্মীরা আহত হয়েছে।
এঘটনায় ২১ নভেম্বর ২০১৮ ইং তারিখে এসআই মোবারক হোসেন বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২২/৬৭, তারিখ: ২১/১১/২০১৮ ইং।
মামলার আসামীরা হলেন বিএনপি নেতা গৌছ খান, মোঃ লিলু চেয়ারম্যান, শহীদুল হক, ছাত্রদল নেতা এনামুল হোসেন, যুবদল নেতা মতছির আলী, কাউছার খান, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ রহমান, আংগুর আলী, বিএনপি মাওঃ আবুল বশর, নূর উদ্দিন, শ্রমিক দলনেতা সামছুল ইসলাম, কিনু মিয়া, ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন, ময়না মিয়া, জালাল উদ্দিন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি, বিশ্বনাথ বাজারে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমাদের পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302