• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত বিএনপি নেতা লিংকন

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৮
সিলেটে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত বিএনপি নেতা লিংকন

স্টাফ রির্পোটার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজাকে কেন্দ্র করে সিলেট নগরের বন্দর বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২৪ নভেম্বর শনিবার এ ঘটনা ঘটে। এতে বিএনপির ৮জন সহ দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।এদের মধ্যে মরহুম আব্দুল হান্নানের ছেলে বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ লিংকনের অবস্থা আশংকাজনক।

এদিকে সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেট সিটি পয়েন্টে এবং বিএনপি নেতাকর্মীরা নগরের হকার পয়েন্টে সশস্ত্র অবস্থানে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট জজ কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা পরিষদ এলাকায় আসার পর বিএনপি ছাত্রদলের একটি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন।

উভয় মিছিলে থাকা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে কোর্ট পয়েন্ট সরকারি দলের নেতাকর্মীদের দখলে রয়েছে। ওই এলাকার দোকান-পাট বন্ধ রয়েছে।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক বলেন আওয়ামীলীগের অতর্কিত হামলায় আমাদের বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ লিংকনের পা ভেংগে গেছে।তাকে সিলেটের বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে নগরীর কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন,আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়েছেন। ফাঁকাগুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।