স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর ২০১৮) সালে বিকেলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাউয়াবাজার বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে সমাবেশ শুরু হওয়া মাত্র পুলিশ এসে ছাত্রদলে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে, ফাঁকা বুলেট ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের সমাবেশ থেকে ছাত্রদলের ৬ নেতাকর্মীকে গ্রেফকার করেছে পুলিশ। ঐ দিন রাতে জাহেদ আহমদকে প্রধান আসামী করে গ্রেফতারকৃত ৬ ছাত্রদলকর্মী সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ কারণে ছাতক থানার সাব ইন্সপেক্টর সালাহ উদ্দিন আহমদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার ২ দিন পর ৮ ডিসেম্বর শনিবার পুলিশ জাহেদ আহমদকে তার খালার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনার রহস্য উদঘাটন করতে তাকে ২ দফায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা সরকার বিরোধী বিক্ষোভ মিছিল করেছে। সেখানে পুলিশ তাদেরকে বাধা দিলে তারা বাধা অমান্য করে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর করেছে। এ ঘটনায় প্রধান আসামী জাহেদ সহ ছাত্রদলের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।