স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুরমা থেকে::
দক্ষিণ সুরমায় বিএনপি’র নির্বাচনী সমাবেশ আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ইনজামামুল হক ঐ এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। গত রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে দক্ষিণ সুরমা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইনজামামুল হকের লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। তিনি জানান, ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, যুবদল নেতা জুলফিকার আলী, ছাত্রদল নেতা এনামুল হক ও বিএনপি নেতা কুহিনুর আহমদকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
এদিকে- নিহত ইনজামামুল হককে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে টানাটানি চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ আলী বলেন, ইনজামামুল হক আওয়ামী লীগের কর্মী। চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমা বাজার হয়ে রেলগেইটে নির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে আমাদের মিছিল যাচ্ছিল। সেই মিছিল দক্ষিণ সুরমা বাজারে আসা মাত্র বিএনপির সমাবেশ থেকে নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের কর্মী ইনজামুল হককে হত্যা করেছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, পুলিশের অনুমতি নিয়ে দক্ষিণ সুরমা বাজারে আমাদের নির্বাচনী সমাবেশ হচ্ছিল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ¦ শফি আহমদ চৌধুরী। আমাদের সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল সহকারে হামলা চালায়। হামলায় আমাদের কর্মী ইনজামামুল হক মারা যান। আমাদের প্রধান অতিথি সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে আমাদের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুরমা বাজারে বিএনপির সমাবেশ চলছিল। আওয়ামী লীগ চন্ডিপুলে অবস্থান নিয়েছিল। সেখান থেকে মিছিল সহকারে এসে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি’র সমাবেশে হামলা চালায়। তবে কেন, বা কি কারণে তারা হামলা চালিয়েছে তা জানা যায় নি। তবে- ধারণা করা হচ্ছে- সমাবেশে সরকার বিরোধী বক্তব্যের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এসময় পুলিশ অনেককে গ্রেপ্তার করতে দেখেছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302