স্টাফ রিপোর্টার : সিলেট জেলার শাহপরান (রহ:) থানাধীন, শাহপরান বাজারে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ড:এ কে এম আব্দুল মোমেন এর নির্বাচনী অফিসে বিএনপি,যুবদল,ছাত্রদল নেতা কর্মী দ্বারা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়,গত ২৩ ডিসেম্বর ২০১৮ ইং রাত অনুমান ১:৪৫ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
এসময় তারা নৌকা মার্কার অফিসের ভিতরে ঢুকে অফিসের মধ্যে রক্কিত প্রতিকী নৌকা,ব্যানার, ফেষ্টুন,মাইকসেট এর উপর ব্যাপক ভাংচুর চালায়। ঘটনার বিষয়ে শাহপরান (রহ:) থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল এর নেতাকর্মীরা নৌকা মার্কার নির্বাচনী অফিসে এই ধরনের ভাংচুর চালিয়েছে।
তিনি আরো জানান, উক্ত ঘটনার বিষয়ে,শাহপরান (রহ:) থানায় আওয়ামীলীগ নেতা আতিক হাসান ডালিম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনাম ১০/১২ জনের নামে একটি মামলা দায়ের করেন।
আসামী গ্রেফতার বিষয়ে তাহার কাছে জানতে চাইলে তিনি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ৪ জন এজাহার নামীয় আসামী ১/বদরুল ইসলাম আজাদ,পিতা:তোফাজ্জল আলী ময়না মিয়া,সাং:বালুটিকর, ২/সুয়েব আহমদ,পিতা:আব্দুর রব,সাং:দাসপাড়া, ৩/এমদাদুল হক ইমু,পিতা:আইয়ুব আলী আনা,সাং:দাসপাড়া, ৪/জয়নাল, পিতা: মৃত-তাজুল মিয়া, সাং:বুরহানবাদ কুশিঘাট,সর্ব থানা শাহপরান(রহ:) জেলা সিলেটদের কে গত ২৫/১২/২০১৮ ইং তারিখে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আাদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302