• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটের জিন্দাবাজার হইতে শিবির সন্দেহে একজন গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮
সিলেটের জিন্দাবাজার হইতে শিবির সন্দেহে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে শহরের জিন্দাবাজারে ব্লু-ওয়াটার শপিং সিটির সামন হইতে ছাত্রশিবির সন্দেহে মুজিবুর রহমান নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত ছাত্র সিলেট এমসি কলেজে অধ্যায়নরত রয়েছে। তাকে গত ২৭ তারিখ ব্লু-ওয়াটার শপিং সিটির সামন হইতে গ্রেফতার করা হয়।

ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সামনে জাতীয় নির্বাচনের নিরাপত্তা জনিত কারনে সন্দেহ মুলকভাবে তাকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তার নাম ঠিকানা এন্টি করে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি আমাদের নিশ্চিত করেন। তিনি আরো বলেন পরবর্তীতে তার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারককৃত ছাত্র সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কামারগাঁও গ্রামের আশ্রব আলীর ছেলে বলে জানা যায়।