স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গত ৩০ জানুয়ারি ২০১৯ সালে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। ৩০ জানুয়ারি বিকালে বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে তার নিজ বাসায় ফেরার পথে সন্ধ্যায় সিলেট নগরীর বালুচর বাজারে যাওয়া মাত্রই পূর্বের শত্রুতার জের ধরে আগ থেকে ওত পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা সিলেট সরকারী টেকনিক্যাল কলেজ ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু আহমেদ এর উপর অতর্কিত হামলা চালায়। এতে আবু আহমেদ গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় আবু আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবু আহমেদ এর উপর অন্যায় ও নিশংসভাবে হামলায় চালায় এতে সে গুরুতর আহত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষ করে বাসায় ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা সিলেট মহানগরের টেকনিক্যাল কলেজ ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু আহমেদ এর উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে তাকে গুরুতর আহত করে। এই হামলায় সিলেট মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ঘটনার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তিনি জানান, বালুচর বাজারে ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের নেতা গুরুতর হওয়ার খরর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।