সিলেট :: মাসিক ১৬ হাজার টাকা বেতনে চাকরি সুযোগ দিচ্ছে সিলেটের হোম সিকিউরিটি সার্ভিস। সিলেট বিভাগের চাকরি প্রার্থীদের ডাক্তারের সাথে নিজ নিজ এলাকায় কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/এইচএসসি
বেতন
৮ হাজার টাকা ও কমিশন ৮ হাজার মোট ১৬ হাজার টাকা।
যোগাযোগ
আগ্রহীদের জীবন বৃত্তান্তসহ হোম সিকিউরিটি সার্ভিসেস, কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা), বন্দরবাজার, সিলেট, এই ঠিকানায় ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে যোগাযোগ করতে হবে।
মোবাইল-০১৭৫৪১৯১৪৭৪
সূত্র: দৈনিক সিলেটের ডাক
ব্র্যাক ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গড়ার সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ‘সিনিয়র ম্যানেজার(ফিন্যান্স)’ পদে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
সিনিয়র ম্যানেজার(ফিন্যান্স)
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের পূর্ববর্তী কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রার্থীর কম্পিউটার জ্ঞান ও মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনে প্রক্রিয়া
প্রার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটি ওয়েবসাইটে (www.bracu.ac.bd/about/get-involved) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস
চাকরির সুযোগ কাজী আইটি সেন্টারে
জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী আইটি সেন্টার। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/আপ্লাইড ফিজিক্স বা এই জাতীয় বিষয় থেকে স্নাতক পাস যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারেন। প্রার্থীর এন্ড্রয়েড/আইওএস ডেভেলপমেন্টে দুই বছরের এবং এপিআই/ওয়েব সার্ভসে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা (https://goo.gl/forms/hH8euIYcKu44Q6Cq1)এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।
সূত্র : জাগোজবস
স্ট্যান্ডার্ড ব্যাংকে ক্যারিয়ার গড়ুন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ক্রেডিট অফিসার/এক্সিকিউটিভ এবং ফরেইন এক্সচেঞ্জ অফিসার/এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
ক্রেডিট অফিসার/এক্সিকিউটিভ এবং ফরেইন এক্সচেঞ্জ অফিসার/এক্সিকিউটিভ
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান প্রয়োজন। আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১ জানুয়ারি, ২০১৯ অনূর্ধ্ব ৪৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (www.standardbankbd.com/career) ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।