• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পলাতক আসামী হাজির হইবার আদেশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০১৯
পলাতক আসামী হাজির হইবার আদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সিলেট, বাংলাদেশ। স্মারক নং- ৭৫/০৯/০০১৮, তারিখ: ১০/০৯/২০১৮ইং

পলাতক আসামী হাজির হইবার আদেশ যেহেতু নিম্ন তফসিল বর্ণিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। যেহেতু দন্ডবিধি ১৪৩/১৪৭/৩২৫/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৩৪ ধারায় তাহার বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামী গ্রেফতার এড়ানো, বিচার কার্জ বিলম্ব ও বিঘ্ন ঘটানোর জন্য পলাতক রয়েছেন বা আত্মগোপন করেছেন এবং তার আদালতে উপস্থিত হওয়ার আশু সম্ভাবনা নেই। আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। বিচার কার্যক্রম সম্পন্ন হইবার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল।

ফৌজদারী কার্যবিধি ৭৫
মামলা নং- বিয়ানীবাজার থানা (৫৯) (০৯) ২০১৭ইং
মামলার ধারা- ১৪৩/১৪৭/৩২৫/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৩৪
পলাতক আসামীর নাম ও ঠিকানা: মোঃ এমদাদ চৌধুরী, পিতা- মৃত মোঃ মজির উদ্দিন চৌধুরী, সাং- আদিনাবাদ, রহমত খানি, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট। বর্তমান ঠিকানাঃ বাসা নং- ১১৪, মজুমদারী, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট।
আদেশক্রমে সৈয়দ কাওছার আহমদ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিলেট, বাংলাদেশ।