• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৩

admin
প্রকাশিত মার্চ ১০, ২০১৯
গোলাপগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকোনাতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ মার্চ) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, আমকোনা গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র আখতার হোসেন। এছাড়াও আহতরা হলেন, মৃত মছদ্দর আলীর আরেক পুত্র আফছার উদ্দিনসহ আরো ২ জন।

নিহতের ছোট ভাই আব্দুর রহিম বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রেহান উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রেহান উদ্দিনের কর্মীরা তাদের জায়গা দখল করতে আসলে বাধা দেন নিহত আখতার হোসেনসহ তাদের ভাইরা। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিনের পালিত সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালায়। তাদের উপর্যোপরী হামলায় গুরুতর আহত হন আখতার হোসেন ও আফছার উদ্দিন। তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন ওসমানী হাসপাতালে মারা যান।

এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় ৫ জনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকরামুল হক শিবলু বলেন, নিহতের ছোট ভাই আব্দুর রহিম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।