• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমা রাজীবাড়ি কাড়ার পাড়ে সেলিম হত্যা থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০১৯
দক্ষিণ সুরমা রাজীবাড়ি কাড়ার পাড়ে সেলিম হত্যা থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্ট::
সিলেট দক্ষিণ সুরমা উপজেলা কাড়ার পাড়ে মেসার্স বাবুল রাইছ মিলে শেখের গাঁও এর সেলিম আহমদ নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকাল ৪টায় রাইছ মিল চলাকালীন সময়ে নিহত সেলিম আহমদের চিৎকারে শুনে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং ঘটনাস্থলে দেখা যায় সেলিম আহমদ ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় পরে আছেন।

পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে লাশকে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল হতে সাথে সাথে রাইছ মিলের পরিচালক যুবদল নেতা জাহাঙ্গীর আহমদকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। স্থানীয় আওয়ামীলীগের এক নেতার কাছে থেকে শোনা গেছে সেলিম আহমদকে নাকি পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার বিষয়ে শেখের গাঁও গ্রামের স্থানীয় যুবলীগ নেতা নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই হত্যা সম্পূর্ণ পরিকল্পিত কারণ সেলিম আহমদ আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী, জাহাঙ্গীর আহমদ বিরোধী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত তাই পূর্ব বিরোধের জের ধরেই তার পরিবারের সদস্যরা সেলিম আহমদকে হত্যা করেছে।

আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যদিকে জাহাঙ্গীর আহমদ ও জাকারিয়া আহমদের মায়ের দাবী ষড়যন্ত্র করে আমার দুই ছেলেকে ফাঁসানো হচ্ছে, কারন আমার স্বামীর ভাই আওয়ামীলীগ নেতা করিম মিয়া আমাদের সকল সম্পত্তি আত্মসাত করতে চায়, এগুলো তার ষড়যন্ত্র। উক্ত হত্যার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নিহত সেলিম আহমদ এর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামালায় এজাহারভুক্ত আসামী হলেন যুবদল নেতা জাহাঙ্গীর আহমদ, জাকারিয়া আহমদ, সমুজ আলীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।