• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় দুষ্কৃতিকারীদের হাতে যুবলীগ কর্মী আহত

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় যুবলীগ কর্মী দুষ্কৃতিকারীদের হাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি গত ১৭ মার্চ (রবিবার) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকার দিকে ঘটে। খবর

নিয়ে জানা যায়, জাহেদ আলী দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি স্থানীয় বাজার হইতে বাড়িতে ফেরার পথে অজ্ঞাতনামা ৫/৬ জন তার রাস্তার গতিরোধ করে তাকে দাঁরালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে রাজনৈতিক কলহের জেরে তার উপরে এ হামলা করা হয়েছে।

জাহেদ আলী দক্ষিণ সুরমা উপজেলার মন্দিরখলা এলাকার মোঃ জবেদ আলীর পুত্র।

ঘটনার বিষয়ে, জাহেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুষ্কৃতিকারীরা লোহার পাইপ, রড, চাকু দিয়ে তার উপরে হামলা করে। তিনি তার বাম ও ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল অন্ধকারাচ্ছন্ন থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। তার ওপর এই হামলার বিষয়ে তিনি ইতিমধ্যে দক্ষিণ সুরমা থানায় একটি জিডি এন্ট্রি করেছেন বলে জানান।