• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ উপজেলার কালাকোনা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের দিবা রানী দেব নামের এক তরুণী অপহরণ

admin
প্রকাশিত মার্চ ২২, ২০১৯

স্টাফ রিপোর্টার :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১ং বাঘা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালাকোনা গ্রামের ঝন্টু চন্দ্র দেরের মেয়ে দিবা রানী দেব প্রতিদিনের ন্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং থেকে ফেরার পথে আনুমানিক বিকাল ৩ টা ২০ মিনিটের সময় অপহরন হয়।

দিবা রানী দেবের ভাই ঝলক দেবের সাথে কথা বললে তিনি জানান, আমার বোনের বান্ধবী খাদিজা বেগম আমাকে জানায় যে,হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সভাপতি কুতুব আলী সহ ৫/৬ জন মিলে আমার বোনকে জুড় করে একটি কালো মাইক্রোতে তুলে নিয়ে গেছে।খবর শুনা মাত্র আমরা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। কারণ দীর্ঘ দিন থেকে কুতুব আলী আমার বোনকে উত্যক্ত করে আসছে এমনকি জুর করে বিয়ে করবে বলেও হুমকি দিয়েছিল ।পরবর্তীতে আমরা সম্ভাব্য সব যায়গায় খোজাখুজি করেও তার সন্ধান না পেয়ে মামলা দায়ের করার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় যাই। কিন্তু অনেক কাকুতি মিনতি করার পরেও কর্তব্যরত অফিসার মামলা নেয়নি, প্রমাণ ছাড়া নাকি তারা মামলা নিতে পারনেনা, অবশেষে নিরুপায় হয়ে একটি নিখোঁজ ডায়রি করে চলে আসি।অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান ঝলক দেব নামের একজন লোক এসেছিল মামলা করার জন্য, আমরা তো প্রমাণ ছাড়া মামলা নিতে পারিনা তাই বলছি একটা নিখোঁজ ডায়রি করারা জন্য,বাকিটা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।