• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রণক্ষেত্র কুমারগাও: গাড়ী ভাংচুর, ৩ পুলিশসহ আহত অর্ধশতাধিক, মামলা দায়ের

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০১৯
রণক্ষেত্র কুমারগাও: গাড়ী ভাংচুর, ৩ পুলিশসহ আহত অর্ধশতাধিক, মামলা দায়ের

স্টাফ রিপোর্ট::
সিলেট নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডে পুলিশ ও বিএনপির সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। গাড়ি ভাংচুর, টিয়ালশেল নিক্ষেপ, পাল্টাপাল্টি সংঘর্সে ৩ পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আহত হয়েছেন।

গতকাল রোববার (১৪ এপ্রিল) দুপুর আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি তথা ২০ দল কর্তৃক অবরোধের ডাক দেওয়া হয়। এরই অংশ হিসেবে সিলেট শহরতলীর কুমারগাঁও বাসস্ট্যান্ডে অবরোধ কর্মসূচী পালন করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় হঠাৎ করে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ শুরু করে। পুরো অবরোধ কর্মসূচী ছত্রভঙ্গ করে। এসময় পুলিশ ও নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়ি ভাংচুর ও ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ হয়। সংঘর্ষে ৩ পুলিশ সদস্য গুরুতর হয়েছেন। এছাড়াও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং- ৩৫, (তারিখ: ১৪.০৪.২০১৯)।

মামলার আসামীরা হলেন, মনিরুজ্জামান উজ্জল, মিনহাজ উদ্দিন চৌধুরী, মো. আফরোজ খান, জুয়েল, আপেল আহমদ, নুরুল আম্বিয়া চৌধুরী উরফে জামিল, মো. লিটন মিয়া, কামাল হোসেন, বাবলা, রাজু আহমদ উরফে টেংরা রাজু, আশরাফুল, নুরান আহমদ চৌধুরী, তাজির, কামাল, বাদল, জাহেদ, মাজহারুল ইসলাম লিটন, জুনাক আহমদ, সুয়াইবুর রহমান মিজু, জামাল, জিন্নুর আহমদ চৌধুরী, কাজী শহিদুল হক, নাজমুল ইসলাম চৌধুরী, বুরহান, সুহেদ, লিংকন, মনসুর, ছদরুজ্জামান মিজু, মিতন আহমদ।

এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের ৩ পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মৃদুল কুমার ভৌমিক, কনস্টেবল আশিক ইকবাল, অসীম দাস।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।