বিয়ানীবাজার প্রতিনিধি::
সিলেটের বিয়ানীবাজারের আক্তার হোসেন নিহতের ঘটনায় বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আক্তার হোসেন (২৫) বিয়ানীবাজার নয়াগ্রাম গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।
নিহত আক্তার হোসেনের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে ৪ আগষ্ট এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রি আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, জামিল হোসেন, বদরুল ইসলাম, আফছার আলী।
জানা যায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) সিলেট বিভাগীয় অফিসে কাজল মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন। এরই পরিপ্রেক্ষিতে কাজল মিয়া ক্ষিপ্ত হয়ে ৬/৭ জন লোককে আনোয়ার হোসেনের কর্মস্থলে পাঠান। তখন আনোয়ার হোসেন আব্দুল হাছিবের বিল্ডিংয়ের ৩ তলায় কর্মরত ছিলেন। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে আক্তার হোসেন ৩ তলা ছাদ থেকে মাটিতে পড়ে যায়। তখনই তার নাক, মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
এ অবস্থায় আব্দুল হাছিবের বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন আনুমানিক ৬টায় আক্তার হোসেন মারা যান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302