• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

নিখোঁজ ব্যবসায়ী বশিদ আলীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৯
নিখোঁজ ব্যবসায়ী বশিদ আলীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর

স্টাফ রিপোর্ট::
কামাল বাজারের নিখোঁজ ব্যবসায়ী, শাহজালাল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বশিদ আলীর বাড়িতে গতকাল সোমবার বিকাল আনুমানিক ৪ ঘটিকায় হামলা চালিয়েছে স্থানীয় লোকজন ও মৌলবাদীরা। গুম হওয়া ব্যবসায়ী নিখোঁজ বশিদ আলীর মেয়ে সাজনা বেগম শাকিলার সাথে একই গ্রামের সোহেলের অনৈতিক সম্পর্কের জের ধরে এই হামলা চালানো হয় বলে জানাগেছে।

পুরুষশূণ্য বাড়িতে এলাকার উগ্রবাদী কিছু পুরুষ একত্রিত হয়ে গ্রামের মুন্সিকে সাথে নিয়ে হামলা চালায় ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এমনকি শাকিরা ও তাহার মাকে মারধর করে হামলাকারীরা। সন্ত্রাসীদের হামলায় বশিদ আলীর স্ত্রী ফুলতেরা বেগম ও মেয়ে শাকিলা আহত হন। হামলাকারী লোকজন আরো বলেন যে আগামী সপ্তাহে এই অপবিত্র মেয়ে শাকিলার বিচার লোক সম্মুখে হবে। হামলার বিষয়ে নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী ফুলতেরা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই হামলা পরিকল্পিত ভাবে আমাদের করা হয়েছে। তিনি আরো বলেন আওয়ামীলীগ নেতা জবান আলীর হুকুমে স্হানীয় সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি বলেন আজ আমার মেয়ের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে এই সন্ত্রাসীরাই আমার স্বামীকে গুম করেছে।

উল্লেখ্য গুম হওয়া নিখোঁজ ব্যবসায়ী বশিদ আলীর মেয়ে ও একই গ্রামের সোহেলের মধ্যে অনৈতিক কর্মকান্ডের জেরে এই হামলার ঘটনার সূত্রপাত ঘটে। দীর্ঘ ৪ মাস যাবত ব্যবসায়ী বশিদ মিয়া গুম আছেন।