• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে ছাত্রদলের কর্মীকে পিটিয়ে আহত, বাসায় হামলা-ভাঙচুর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯
সিলেটে ছাত্রদলের কর্মীকে পিটিয়ে আহত, বাসায় হামলা-ভাঙচুর

স্টাফ রিপোর্টার::
সিলেট নগরীতে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের ক্যাডাররা।

ঘটনাটি ৩১ আগস্ট রাত ১০টার দিকে নগরীর টিলাগড় পয়েন্টে ঘটেছে।
আহত ছাত্রদল কর্মী মো. কামরুল হাসানকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়ে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন রাত ১০টার দিকে ৪/৫ জন ছাত্রলীগের ক্যাডাররা কামরুল হাসানকে রাস্তায় একা পেয়ে দাঁড়ালো ছুরি ও লাঠি দিয়ে বেধরক পিটিয়ে মারত্মকভাবে জখম করে রাস্তায় ফেলে চলে যায়।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে হামলাকারী ওই ছাত্রলীগ ক্যাডাররা কামরুল হাসানের টিলাগড় কল্যাণপুরস্থ ৫৪ নম্বর বাসায় এসে তাকে না পেয়ে হামলা ও ভাঙচুর চালায়। যাওয়ার সময় তার পিতা ও ভাইকে হুমকি দমকি দেয় এবং মা ও বোনকে লাঞ্চিত করে চলে যায়।

উল্লেখ্য, মো. কামরুল হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স পাশ করেছেন। তিনি তৃণমূল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য হন। এছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকান্ডের সাথেও জড়িত ছিলেন।