• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

আলাউদ্দিন হত্যা মামলার সাক্ষী কয়েছ আহমদের বাড়ি দখল, হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯
আলাউদ্দিন হত্যা মামলার সাক্ষী কয়েছ আহমদের বাড়ি দখল, হামলা ও ভাংচুর

একুশে নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটের মেউওয়ার কান্দি গ্রামের আলাউদ্দিন হত্যা মামলার প্রধান সাক্ষী কয়েছ আহমদের বাড়ি দখল, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

রবিবার (৮সেপ্টেম্বর) সকাল ১০টায় কিছু সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কয়েছের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাদের ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এবং তার মা ও ভাইকে মারধর করে গুরুতর আহত করে।

হামলার বিষয়ে কয়েছের মা মমতা বেগম গণমাধ্যমকে বলেন এই হামলা পরিকল্পিত, আমার ছেলেরা আলাউদ্দিন হত্যা মামলার সাক্ষী হওয়ায় সমছু মিয়া, আবুল মিয়া, ছয়ফুল মিয়া, আজাদ মিয়া ও সোহেল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমার বাড়ি দখল করে ভাংচুর চালায়। তাদের ভয়ে আমরা প্রতিনিয়ত আতংকের মধ্যে থাকি, এমনকি তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার পরিবার মানবতার জীবনযাপন করছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি বলেন, আলাউদ্দিন হত্যা মামলার প্রধান সাক্ষী কয়েছের বাড়িতে সকালে হামলার ঘটনার খবর পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখবো।