স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় ভুমি দখলকে কেন্দ্র করে নিজাম উদ্দিন নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। গত ১০/০৯/২০১৯ ইং তারিখে রাত অনুমানিক ৮.৩০ ঘটিকার দিকে নগরীর সেনপাড়ায় এ ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায়, বর্তমান কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও লাল মিয়া গ্রুপের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। এসময় পুরো সেনপাড়া এলাকায় বিতস্তিত পরিবেশ সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে নিহতের পিতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ বিষয়ে শাহপরান থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- ৬৭, তারিখ- ১১/০৮/২০১৯, মামলার আসামিরা হলেন আব্দুল খালিক মিল্টন, ফরহাদ আহমদ, আলী হোসাইন, তানিমুল ইসলাম, সালমান আহমদ রানা, দেলোয়ার হোসেন চৌধুরী, গোলাম রাব্বানী সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন।
ঘটনার বিষয়ে বর্তমান কাউন্সিলর আওয়ামিলীগ নেতা আজাদুর রহমান আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিরোধীদল বিএনপির সন্ত্রাসীরা আমার প্রতিপক্ষের সাথে এক হয়ে পরিকল্পিতভাবে আমার কর্মী নিজাম উদ্দিনের উপর হামলা চালিয়ে থাকে হত্যা করা হয়েছে। খুনিদেরকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
অন্যদিকে ঘটনার বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আওয়ামীলীগের অভ্যান্তরীণ নোংরা রাজনীতির শিকার হয়ে নিহত হয়েছে নিজাম উদ্দিন। তাদের দুই গ্রুপের জায়গা দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। এখানে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিল না। এই হত্যার ঘটনায় পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে বিএনপির নেতাকর্মীদের আসামী করা হয়েছে।