• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: নিহত ১, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: নিহত ১, থানায় মামলা দায়ের

গোলাপগঞ্জ সংবাদদাতা::
গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী নয়ন মিয়া নিহত হয়েছেন। ১৬ ডিসেম্বর সোমবার এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়ার পিতার আকমল আলী বাদী হয়ে ৬ জনকে আসামী করে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর: ৩৯ (১৬-১২-২০১৯ইং)।

জানা যায়, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা রুমেল আহমদ গ্রুপ ও ইকবাল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপই কয়েকবার মুখোমুখি হয়েছে। সর্বশেষ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, গুলি নিক্ষেপ করেন। এসময় ঘটনাস্থলেই নয়ন মিয়া নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হন।
এ ঘটনায় নয়নের পিতা আকমল আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।মামলার আসামীরা হলেন, রুমেল আহমদ, নাহিদ আহমদ, সজিব উদ্দিন, সামসুদ্দিন আহমদ সমর, দেলোয়ার জাহান, পংকজ শর্ম্মা।