• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ: নিহত ১

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ: নিহত ১

* আহত শতাধিক
* থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্ট::
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী। সোমবার সকাল ৮টার দিকে নগরী চৌহাট্টাস্থ শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহীদ মিনারে প্রত্যেক রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে। ধারাবাহিক ভাবে আওয়ামীলীগ শ্রদ্ধা প্রদান করে শেষ করার পর ঠিক সেই সময় বিএনপি শ্রদ্ধা নিবেদন করতে গেলে উভয় দলের মধ্যে দলীয় ¯েøাগান শুরু হলে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। তখন গোটা শহীদ মিনার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এলোপাতাড়ি সংঘর্ষে প্রায় শতাধিক লোক আহত হয় ও সাজু আহমদ নামের একজন গুরুতর আহত হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজু আহমদ আওয়ামীলীগের কর্মী বলে জানা গেছে। নিহতের ঘটনায় ছাত্রলীগ নেতা শাহ রাজু আহমদ বাদী হয়ে ১৭ ডিসেম্বর জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে বিএনপি নেতা আব্দুস শহীদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই হত্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের আসামী করা হয়েছে পরিকল্পিতভাবে। কারণ সাজু আওয়ামীলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নিহত হয়েছে।
তিনি আরো বলেন, নিহত সাজুকে আওয়ামী লীগ তাদের কর্মী বলে দাবি করে মামলা করেছে। মূলত বিএনপি নেতাকর্মীদের হয়রাণি করতেই এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামী হলেন, শাহ জামাল নুরুল হুদা, আবুল কাশেম, আ ফ ম কামাল, শাহ খালেদ মাহমুদ, মোহাম্মদ আলী দিলওয়ার, আবুল হাসনাত, জাকির হুসেন, শাকিব মিয়া, মোঃ আল আমিন, নুরুল আমিন, আইনুল হক মেম্বার, সামস উদ্দিন, আমিনুর রহমান, লিকন মিয়া আনুয়ার হুসেন সুহেল, ইমরান আহমদ, নাহিত সহ মোট বিশ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এজাহার ভুক্ত আসামী সকলেই বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মামলার বিষয়ে জালালাবাদ থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, থানায় মামলা হয়েছে আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।