• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতাদের ছুরির আঘাতে ছাত্রদল নেতা মো: তানভীর হোসেন রাহী গুরুতর আহত

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২০
ছাত্রলীগ নেতাদের ছুরির আঘাতে ছাত্রদল নেতা মো: তানভীর হোসেন রাহী গুরুতর আহত

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা ছাত্রলীগ নেতাদের ছুরির আঘাতে উপজেলা ছাত্রদলের সক্রিয় নেতা, মো: তানভীর হোসাইন রাহী গুরুতর আহত হয়েছেন। গতকাল (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে সিলেটের চন্ডিপুল এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লাগ তথা ছাত্রলীগের কিছু নেতা তার দলবল রাহীকে তুলে নিয়ে ছুরি দা বটি দিয়ে আঘাত করেন।

স্থানীয়রা আহত অবস্থায় ছাত্রদল নেতা রাহিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ইবনে সিনা সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেন