• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে জামায়াতের মিছিলে পুলিশের বাঁধা: সংঘর্ষ, মামলা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
গোবিন্দগঞ্জে জামায়াতের মিছিলে পুলিশের বাঁধা: সংঘর্ষ, মামলা

ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে ‘অবৈধ শেখ হাসিনা সরকার বাতিল ও জামায়াত নেতা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর‘ মুক্তির দাবিতে ছাতক উপজেলা জামায়াত এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা যোগ দেয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিছিলটি গোবিন্দগঞ্জ পয়েন্টে আসামাত্র পুলিশ মিছিলে বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছি ল দিতে লাগলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। পুলিশ এক পর্যায়ে টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। সংঘর্ষে জামায়াত শিবিরের ৬ নেতাকর্মী ও ৫ জন পুলিশ কনস্টেবল আহত হন।

সংঘর্ষে আহতরা হলেন, জামায়াত নেতা মনির শেখ, মতিউর রহমান, খায়ের উদ্দিন, মাহমুদুল বারী চৌধুরী, ইজাজুল হক রনি, রাসেল আহমদ, পুলিশ কনস্টেবল মিরাশ আলী, আব্দুল হাসিম ও রইছ আলী, সৈয়দ আলী, তারেক আহমদ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় এ মামলা দায়ের করে। মামলা নম্বর- ০৫/২০২০।

মামলার আসামীরা হলেন, ছাতক উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী, জামায়াত নেতা আল-আমিন, ভল্লবপুর এলাকার ছালিক আহমেদ, মোহাম্মদ দুলাল, পৌরসভার চরেরবন্দ এলাকার আজমান আলীর পুত্র কামাল মিয়া, বাগবাড়ি গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র জামায়াত নেতা জসিম উদ্দিন সুমেন, নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের জৈতি মিয়া তালুকদারের পুত্র লিজন মিয়া তালুকদার, লেবারপাড়া গ্রামের শানুর মিয়ার পুত্র খায়ের উদ্দিন, মন্ডলীভোগ গ্রামের ইউনুস আলীর পুত্র আবু হুরায়রা সুরত, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল বারী চৌধুরী, সেক্রেটারী মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও চরকালীদাস গ্রামের রফিকুল হকের পুত্র মস্তফা আহমদ, চরেরবন্দ গ্রামের মশাই মিয়ার পুত্র আঙ্গুর মিয়া, বাগবাড়ি গ্রামের হাজী আব্দুল মুক্তাদিরের পুত্র আব্দুল বারী শিমুল, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের সুরুজ আহমদের পুত্র ইজাজুল হক রনি, কালারুকা গ্রামের আজিজুর রহমানের পুত্র জাকির হোসেন, ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র রাসেল আহমদ, বনগাঁও গ্রামের শাহাব উদ্দিনের পুত্র ইলিয়াস, আব্দুর রহিমের পুত্র হেলাল, গণেশপুর গ্রামের মাকিম আলীর পুত্র, হুমায়ুন কবির, জৈন্তাপুর গ্রামের আমির উদ্দিনের সুরুজ্জামান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পূর্বচানপুর (তকিপুর) গ্রামের নুর ইসলামের পুত্র মুহিবুর রহমান প্রমুখ।