• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধর্ম, অবমাননার অভিযোগে বিশ্বনাথে হিন্দু বাড়িতে হামলা, লুটপাট শেষে যুবতী অপহরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২০
ধর্ম, অবমাননার অভিযোগে বিশ্বনাথে হিন্দু বাড়িতে হামলা, লুটপাট শেষে যুবতী অপহরণ

বিশ্বনাথ প্রতিনিধি : গত শুক্রবার বিশ্বনাথের মজলিশপুর গ্রামে গপি সূত্রধরের বাড়ীতে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হামলা, লুটপাট চালিয়ে গপি সূত্র ধরের যুবতী মেয়ে শ্রী সুমনা রানী সূত্র ধরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মজলিশপুর গ্রামের উগ্রবাদী মৌলানা আব্দুল আহাদ কর্তৃক বহুদিন থেকে গপি সূত্রধরের জমি দখলের উদ্যোশ্যে নানান হুমকি দামকিসহ ইসলাম ধর্ম গ্রহণের চাপ দিচ্ছিলেন। মুসলিম ধর্ম গ্রহণে অনীহা প্রকাশ করায় মৌলানা আব্দুল আহাদের নির্দেশে গত শুক্রবার জুম’আর নামাজের পর এই ঘটনা ঘটে। গপি সূত্র ধরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত কিছুদিন আগে অপহৃত সুমনা সূত্রধরের বড় ভাই শ্রী ঝলক সূত্রধরের নামে ভ‚য়া ফেইসবুক আইডি খুলে ইসলাম ধর্ম বিদ্ধেষী পোষ্ঠ, ষড়যন্ত্রমূলক ভাবে শেয়ার করা হয়। হামলায় গপি সূত্রধর ও তার স্ত্রী অর্চনা সূত্রধর মারাত্মকভাবে আহত হয়। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা জানান, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে থানায় একটি মামলা রয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলা কিংবা অপহরণের বিষয়ে তিনি অবগত নন। তার তার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। গ্রামের সংখ্যালঘু সম্প্রদায় এ ঘটনায় আতংকিত।