• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

কামাল বাজারে মকবুল হত্যার ঘটনায় মামলা দায়ের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
কামাল বাজারে মকবুল হত্যার ঘটনায় মামলা দায়ের

ডেস্ক রিপোর্ট::

দক্ষিণ সুরমার কামাল বাজারে মকবুল আলী হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন তার পিতা আওয়ামী লীগ নেতা সিকন্দর আলী। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছেন। থানায় মামলা নং- ১৭ (তাং- ১৯.০২.২০২০ইং)।

জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে কামাল বাজার বাসস্ট্যান্ডের পাশে কে বা কারা মকবুল আলীকে নির্মমভাবে হত্যা করে ফেলে যায়। পরে আশপাশের লোকজন বাসস্ট্যান্ডে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মকবুল আলীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের পিতা সিকন্দর আলী বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, আব্দুল হাফিজ, ইকবাল হোসেন, লুৎফুর রহমান, শাহিন আহমদ, মাসুক আহমেদ, সাজ্জাদুর রহমান ও আফজাল হোসেন ।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন বলেন, মকবুল আলী হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে তার পিতা সিকন্দর আলী মামলা দায়ের করেছেন। এখনো মামলার আসামীদের গ্রেপ্তার করা হয়নি। তবে আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছেন।