• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতার চাঁদাবাজি ও হামলার স্বীকার: সংবাদ সম্মেলনে ব্যবসায়ী

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২০
ছাত্রলীগ নেতার চাঁদাবাজি ও হামলার স্বীকার: সংবাদ সম্মেলনে ব্যবসায়ী

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটের মাতুরতলের ছাত্রলীগ নেতা রুবেল আহমদ ও তার সাঙ্গপাঙ্গদের হয়রানি ও চাঁদাবাজি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো: সাইফুর রহমান।

রোববার (১৫ মার্চ) দুপুরে গোয়ানইঘাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী মো: সাইফুর রহমান লিখিত বক্তব্যে বলেন, মঙ্গলবার (১০ মার্চ) ছাত্রলীগ নেতা রুবেল আহমদ ও তার সাঙ্গপাঙ্গ ১০/১২ জন কেডার আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় রুবেল আহমদ ও তার সাঙ্গপাঙ্গরা দেশিয় অস্ত্র দিয়ে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলার শিকার হয়ে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তখন তারা আমার দোকানে ভাংচুর করে। এবং লুটপাট চালায়। আমার দোকানের ক্যাশবাক্স থেকে তারা নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে।

তিনি আরো বলেন, আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার চাই। কিন্তু কেউ আমাকে সহযোগিতা করছেননা। সবাই তাদেরকে ভয় পায়। কেননা রুবেল আহমদ হচ্ছে সরকার দলীয় প্রভাবশালী নেতা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম এর ভাতিজা। আমি এলাকার মুরুব্বিয়ানগণের কাছে কোনো সহযোগিতা না পেয়ে থানায় মামলা দায়ের করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। তাই আমি একদম নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপরাধীদের সুষ্ঠু বিচার দাবি করছি।