মোগলাবাজার প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নের শিববাড়ী বাজারের জৈনপুর গ্রামের জহিরুল ইসলাম (২২) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে ছেলে মোহাম্মদ আজাদুর রহমান ও তার সহপাঠীরা। গত ২৭ এপ্রিল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে এর দায় তার ছেলের উপর চাপানো হয়েছে বলে খুনের দায়ে পলাতক মোহাম্মদ আজাদুর রহমানের মা লিলা বেগম দাবী করেন।
এ ব্যাপারে নিহতের মাতা ছালেহা বেগম(৪০) এবং পিতা মন্নান মিয়া (৫৫)ছেলের আসল খুনিকে না খুজে টাকার বিনিময়ে একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমানের বড় চাচা মোহাম্মদ শফিক মিয়া ও আজম খানের পরামর্শে বাদী হয়ে মোহাম্মদ আজাদুর রহমানকে প্রথম আসামী ও তাদের প্রাইভেট গাড়ির ড্রাইভার আলমগীরকে দ্বিতীয় আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর হতে মোহাম্মদ আজাদুর রহমান পলাতক রয়েছে।
গতকাল দুপুরে এই হত্যাকান্ডের ঘটনায় টাকার বিনিময়ে এলাকায় সালিশ বসান নিহতের মা ছালেহা বেগম (৪০) ও পিতা মন্নান মিয়া (৫৫) এবং এই বিচার কৌশলে পরিচালনা করেন একই গ্রামের বাসিন্দা পলাতক আজাদুর রহমানের আপন বড় চাচা মোহাম্মদ শফিক মিয়া। উক্ত সালিশে ছেলে মোহাম্মদ আজাদুর রহমান পলাতক থাকায় তার মা লিলা বেগমকে দায়ী করেন মোহাম্মদ শফিক মিয়ার পরিচালনায় এলাকার মুরব্বি আজম খান এবং লিলা বেগমকে নির্যাতন করে জুতার মালা গলায় দিয়ে চুল ন্যাড়া করে দেন। এসময় মোহাম্মদ শফিক মিয়া ও আজম খান মিলে লিলা বেগমকে তার নিজ ঘর থেকে বের করে দেন। বর্তমানে লিলা বেগম তার বাবার বাড়ী মোগলাবাজারে অবস্থান করছেন বলে আমাদের প্রতিনিধি জানান।